এ শহরে আমার কোন ব্যক্তিগত মানুষ নেই!
তাই তোমাদের এ শহর ত্যাগ করবো অচিরেই।
এ শহরে আমার প্রিয়জনের দেহের নেই ঘ্রান,
আছে শুধু করুন সুর,তাতে শান্ত হয়না আমার অস্তির প্রান।


বিদায় হে নগরী,ওহে নগর !
যাচ্ছি চলে,যে শহরে আছে শুধু ভালোবাসাবাসি।
তোমাদের এ শহরে প্রেমিক হয়ে যায় ভন্ড,সামান্য অভিমানে।
বিশ্বাসের অতি অল্প ব্যবধানে,
চলে যাব অচিন কোন এক শহরে।
সূর্য না ওঠা এক ভোরে।


হঠাৎ করেই যাত্রা স্থগিত করবো আচেনা কোন স্টেশনের প্লাটফর্মে।
স্টেশনেই ফেলে যাবো,পেয়েছি যত যাতনা তোমাদের কৃত কর্মে।
নতুন অচেনা শহরে,আমি বাচঁতে শিখে যাবো হয়ে নিসঙ্গ।
চিরবিদায় হে নগরী,আর হয়তো হবেনা কখনো আমার সভ্যভঙ্গ।