একটি তর্জনী
যেন অমৃত সঞ্জীবনী,
সামান্য ইশারা - একটু মঞ্চে আসন
গুটিকয়েক কথার ছোট্ট এক ভাষণ,
'এবারের সংগ্রাম  মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।


ঊর্ধ্বমূখী তর্জনী আর মর্ত্য কাঁপানো আহ্বান
পথের দিশা দেখেছে যত তেজোদৃপ্ত নও-জোয়ান।
ভয় নাই আর, ডর নাই শুনেছে হুংকার
এগিয়ে যাওয়ার পথে নেইকো বাধা আর।
যা কিছু আছে তাই নিয়ে দুর্গ গড়ে তোল,
মা, মাটি, মাতৃভূমি স্বাধীন করি, চল।


তোমার অমর কথামালা
যেন অমৃত সুধার পেয়ালা..
তোমার বুদ্ধিদীপ্ত চোখ
তোমার উল্লাসিত মুখ..
কণ্ঠে তোমার বজ্রের সুর
সঞ্চারিত দেহে বল অসুর..
লক্ষ জনতা তোমার ঢাল তলোয়ার
পরাধীনতার শিকল রইবে না আর।


একটি তর্জনী, উদাত্ত আহ্বান, তোমার হুংকার,
লক্ষ কোটি মুক্তিকামীর আনন্দের ঝংকার
'এবারের সংগ্রাম  মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম  স্বাধীনতার সংগ্রাম'
সংগ্রাম যেন নয় শুধু খুনের ফোয়ারা
লেলিহান শিখা জ্বলছে মনে, ফুঁসছে জনতা
আর নয় আর নয়, থামাও শোষণের শুঁড়
এই বাংলা শুষে শুষে তোমরা হয়েছে মহীশুর
তোমাদের পথ অবরুদ্ধ করে গড়িব মোদের তাজ
অস্ত্র হাতে যুদ্ধ যাওয়ার সময় হয়েছে আজ।


একটি তর্জনী
যেন অমৃত সঞ্জীবনী ।