নিশ্চল নিস্তব্ধ একটি ছবি,
প্রাণহীন দেহ তার পড়ে আছে একটি ফ্রেমের মাঝে,
এলোমেলো চুল, ঘন কালো চোখের মণি
শুভ্র, পাতলা ঠোঁটের ফাঁকে এক চিলতে হাসি।
সে নেই,
সে নেই এই বুকে,
চলে গিয়েছে সকল মায়া মমতার ঊর্ধ্বে,
চলে গিয়েছে শূন্যলোকে।
যেখানে উজ্জ্বল তারকারাজি ছড়ায় আলো,
চন্দ্রের আভায় সতেজ দেহ,
সে গিয়েছে, সেই ধামে,
অনন্তকালের জন্য অনন্তধামে।


সে ছিল আমার,
আমি ছিলাম তার
এক জোড়া টুনটুনি অথবা বক্পক্ষী
দীর্ঘ দিনের অবিচ্ছেদ্য অংশ --
মাসের পর মাস বা আরো বেশি।
সে আমার প্রেয়সী।
কত নির্ঘুম রাতে, প্রণয়ের শেষে
অধীর আগ্রহে দেখেছি তার আরক্ত মুখখানি,
যত দেখি, তত চেয়ে থাকি,
চেয়ে দেখি এই স্থির ছবিখানি।