জীবনের পথে চলেছি মোরা, একাকীত্ব বড় যন্ত্রণার,
হাতে নিলাম ঢাল-তলোয়ার,  সুখ যেন বড্ড দুরাশার।
হাল নাহি ছাড়ি, ধমকে ধমকে চলি, যেতে হবে বহুদূর,
পথে নেমে পাই পথের দিশা, গন্তব্য ঐ পাহাড় 'তূর'।


যেতে যেতে হায়, ভাবি সহসাই, দেখা যদি তব পাই,
সহচর হব, সেহেলি ভব, পদ ধূলিতে সংগ মিলাই,
হাতছানি দেওয়া অগ্নি পাহাড়ে, একত্রে মোরা গাইব গান,
আমাদের মাঝে আমরাই সেরা, আমরাই হব সুর-বিতান।


আঁধারে মোরা আলোকবর্তিকা, শোকে যেন না হই কাতর,
দীপ জ্বেলে যাই, দীপ্যমান, আলোকোজ্জ্বল চকমকি পাথর।
আমাদের পথ কংকরময়, আঘাতে প্রতিঘাতে হই পূর্ণ
একত্রে চলার দুর্গম পথ, সুগম হোক, আমরা হীরকচূর্ণ।


২২/১/২১