নীলাকাশের দিগন্তের ওপারে
ক্রন্দসীর মিলন হয় যেধারে,
দূর সমুদ্রের জোয়ার - ভাটার পথে,
ঝড়ো হাওয়ার অশান্ত বেগের সাথে
আমি হারিয়ে যেতে চাই
অনন্তকালের পথে।


প্রস্রবণের ধারা যেথায় নামে,
মরুর বুকে বসন্ত যে ধামে,
শরতের সেই কাশবনের পাশে,
পেজা তুলা হাওয়ায় যেথা ভাসে,
সেথায় আমি হারিয়ে যেতে চাই,
অনন্ত অসীমের মাঝে।


রোদ্রতপ্ত, দাবদাহ শীতল যেথা হয়,
স্নিগ্ধ বাতাস সুবাসিত,  চির মধুময়
অন্তমাঝে, পিঞ্জরবক্ষে অদৃশ্য আলোয়
শাড়ী নক্ষত্র, শিরা আর  ধমনীর ধারায়,
আমি হারিয়ে যেতে চাই,
প্রকৃতির  সেই বুকে।