মানুষ তুমি বড়ই আশ্চর্য,
কখনো সুখে কাঁদ, কখনো দুখে হাস,
কখনো মিথ্যা দিয়ে বাজাও সত্যের ঢাক,
কখনো মিথ্যার পিঠে মিথ্যা দিয়ে সাজাও অজুহাত।
সামান্য কথায় হাতাহাতি, রক্তপাত-
খুনের লালসায় মত্ত,
উন্মাদ,
গ্রেনেড হামলা,
মাইন, বোমা,
নিউক্লিয়ার ওয়েপন্স,
যা পাও তা দিয়েই কর মানবতা লুণ্ঠন।
আবার তুমিই রূপ পাল্টাও,
বোল পাল্টাও
গাও সাম্যের গান –
রাখ মানবতার মান ।


মানুষ হয়েও মানুষ ধ্বংসে উদ্দাম হাওয়ায় নৃত্য কর,
সেই মানুষকেই রক্ষা করতে নিত্য নতুন ফন্দি আঁট,
এথাই সেথাই মরনাস্ত্র,
রাতের আঁধারে তুমিই রাখ,
সূর্যের আলোয় ইঁদুর, বিড়াল, কুকুর দিয়ে,
জায়গায় জায়গায় মাইন খোঁজ,
মানুষের জীবন রক্ষা কর,
রক্ষাকারীকে পুরস্কৃত কর।
হিরো  মাগাওয়াকে দাও সোনার মালা,
ভীরু মানবতার গলে ঝুলে লৌহ তালা,
আহা! কত মহান মহীয়ান তুমি, সাজাও কত প্রহেলিকা,
মানুষের কুঁড়েঘর ভেঙ্গে গড় মানুষেরই অট্টালিকা ।