মানুষ দেখে মানুষ চেনা, কাজটা কিন্তু সহজ নয়,
বাহির থেকে বিচার  করা সবসময় কি ঠিক হয়?
ভিতরে যে অন্তঃক্ষরণ,  হাসিতে কি যায় বোঝা
মনের আসল হিসেব নিকেশ করাটা কি এতই সোজা?


মায়ের বুকে সন্তানের প্রীতি,  সন্তানের জন্য মা
ভালোবাসার অমোঘ মিশেল, বুঝতে পারি তা?
আমার জন্য তুমি যেমন, তোমার জন্য আমি  -
বিচ্ছেদে শূন্য থাকেনা কভু কোন আসনখানি।


হাসির আড়ালে কত দুঃখ, এক নজরে বোঝা দায়,
শাড়ি, গয়নার রঙিন আলাপে কত যে বেদনা চাপায়।
পান খাওয়া লাল ঠোঁট ,মিষ্টি হাসি, চুনকালি চোখেতে
হাসতে হাসতে স্বামীর কীর্তি বলে কোন নারী সে?


পুরুষ সে নিরব নিস্তব্ধ,  অন্ধকারেও ছড়ায় আলো,
তারই বা নিজের জগত আছে, কয়জনে ভাবে বলো?
মনে কত হাহাকার, আর্তনাদ, আষ্টেপৃষ্ঠে  চাপা রয়,
বাইরের লৌহ কাঠিন্যে মনের তারল্য  ঢাকার নয়।


আমি মানুষ, তুমি মানুষ, তবুও মানুষ বড় রহস্যময়,  
নারী-পুরুষ,বয়ো-বৃদ্ধা, সবাই মানুষ তবুও কত সংশয়।
আমার আমিকে আমি চিনি না, তুমি জান না তোমাকে
মানুষ চেনা বড় দায়, নিজেই বোঝে না নিজেকে।


২৫/০১/২০২২