আজকে আমার মনের কোণে, ঝড়ো কালো মেঘ করেছে,
সেই আকাশে বজ্র নিনাদে অজস্র বাজ পড়েছে,
যখন তখন ভীষণ তেজে শীকর কণা বর্ষিতে পারে,
এক মুহূর্তের জোয়ার - ভাটায় সমস্ত জমিন ভাসতে পারে।


আদর যত্ন ভালোবাসায় রোপণ করা কত আশা,
স্রোতের সাথে মিশবে সব, করবে কি এ ভুলো চাষা?
কোথায় রেখে কোথায় ধরে, মন তো কিছু মানে না,
মনের কথা শুনতে গেলে বর্ষণ তো আর থামে না।


স্রোতস্বিনীর জোয়ার ভাটা, অথৈ কূলে আঁচড় দেয়,
বিশ্বাসের সামান্য বাণী অতল কোণ ভাসিয়ে নেয়,
অবিশ্বাস নাড়া দিলে, স্রোতস্বিনী চলে খরস্রোতের ধারায়,
সত্য মিথ্যা রূপে, মনের ঘরে পর্দা হয়ে আমাদের  দূরত্ব বাড়ায়।