পৃথিবীকে যারা নরক বানিয়েছে তাদের সুমতি হোক,
অন্ধকারের আধাঁরে যারা এই পৃথিবীকে নিমজ্জিত করছে,
আকাশে বাতাসে নিকোটিনের ধোয়াঁ ছেড়েছে,
লেলিহান শিখার উত্তপ্ত আবাস বানিয়েছে,
পাহাড়-জঙ্গল বন ধ্বংস করেছে,
শত সহস্র পশু হত্যা করেছে,
বৈচিত্র্যময় পৃথিবীর বিচিত্রতা নষ্ট করেছে,
রক্তের নেশায় যারা দখলের খেলায় নেমেছে,
তাদের সুমতি হোক।


সব মানুষ আজ মানুষ নয়,
মানবতা ধুলিসাৎ,
মানুষে মানুষে ভেদাভেদ কত,
পশুকেও মানায় হার।
মিসাইল বোমা, হাইড্রোজেন বোমা, নিউক্লিয়ার, পারমাণবিক কত কি মরনাস্ত্র,
তোমারই সৃষ্টি করে তোমাকেই হতাহত, আজব সকল অস্ত্রসস্ত্র।
মানুষ তুমি তোমাকেই মার,
দাংগা-হামলা মামলা কর,
কিসের লোভে?
স্বার্থের টানে- নাকি অন্যকিছু?


এই পৃথিবী তোমার, আমার , আমাদের সকলের
পৈতৃক ভিটা তো নয়,
কারণ  অমর কেউ তো কোথাও নয়।
সেই আদি কাল থেকে কতজনের কত আসা যাওয়া,
কেউ পারেনি থাকতে একা,
নিতে পারেনি দখল মাইলের পর মাইল, দেশের পর দেশ,
একদিন মৃত্যু তাদের করছে শেষ,
খোদ এই শক্ত মাটিতেই তারা রয়েছে পড়ে,
তবে কিসের মোহ এই দখলদারিত্বে?
কিসের মোহে মেতেছ মানুষ জীবননাশের খেলায় ?
খুনের ফোয়ারা তলে সুজলা সুফলা ধরায়?
কি লাভ বল পৃথিবীকে নরক বানিয়ে?
কি লাভ পৃথিবীর শান্তি হারিয়ে?
আমি শান্তি চাই,
আমরা শান্তি চাই,
আমার দেশ শান্তি চায়,
এই পৃথিবী শান্তি চায়,
মুক্তি চাই সেই নরক থেকে,
যে নরক তুমি - আমি আমরাই করেছি,
আমাদের বোধোদয় হোক,
সুমতি হোক,  
এই পৃথিবীকে যারা নরক বানিয়েছে তাদের সুমতি হোক।