১০।
দম যদি যায় ফুরাইয়া, চক্ষু যদি যায় মুদিয়া,
মাটির দেহ মাটির মধ্যে যাবে মিশিয়া।
হাসি - ঠাট্টা, মশকরা, দু দিনের এই খুশমহল
দম ফুরাইলে যাইতে হবে সব ছাড়িয়া।


১১।
মাটির দেহ মাটি খাবে, কত আয়োজন দেহ লাইগ্যা,
তেল-পানি-সাবান-স্নো দাও গসিয়া মাজিয়া,
চক্ষু দুটো গেলে মুদিয়া, শেষ গোসলের পরে
কাঁধে করে রেখে আসবে সবাই কবর দুনিয়া।


১২।
অর্থ-বিত্ত, লোভ-হিংসা, জীবনের মিথ্যে মায়া
অহংকারে চক্ষুদু’টি জীবদ্দশায় আছ বুজিয়া,
দেখেও দেখ না, শুনেও শোন না, জবরজং
পরকালে কি জবাব দিবে, দেখেছ ভাবিয়া ?


(তেল গেলে ফুরাইয়া, বাত্তি যাবে নিভিয়া গানটির অনুকরণে)
২০/০২/২২