টলমলে জলের মেয়ে নয়ন ভরা জল
নয়ন জলে যায় যে ভেসে সমুদ্র অতল।


নীল সমুদ্রে জোয়ার-ভাটা, অযুত-নিযুত ঢেউ
বুকের ভেতর কত ব্যথা জানেনা তো কেউ।


সুখ পাখিটার কষ্ট অনেক, দুঃখের মালা গাঁথি
বঙ্গমাতার দুঃখের সায়রে কে হবে মোর সমব্যাথী?
এথাই খুঁজি সেথাই খুঁজি, যদি একটা সখা পাই
মনের কথা তাকে বলে নিজের দুঃখ মেটাই।


টলমলে জলের মেয়ে নয়ন ভরা জল
বদন জুড়ে বৃষ্টি-বাদল, আঁখি ছলছল ।


আমার জল আমাতেই রাখি যতদিন পারি,
কি বা হবে অশ্রুজলে, কোথায় শুক-সারী?


আমার কথা, আমার ব্যাথা শুনেনা তো মন
আকূল হয়ে তোমাই খুঁজি , অপলক সারাক্ষণ।
ছলছল আঁখি, যতবার ভাবি, ব্যাকুলিত হৃদয়
তোমার আমার দুঃখ নিয়েই নতুন সূর্যোদয়।


টলমলে জলের মেয়ে নয়ন ভরা জল
নয়ন জলে যায় যে ভেসে সমুদ্র অতল।