মন মাতানো ফাগুন হাওয়ায় আগুন ঝরে পলাশ বনে,
একগুচ্ছ লাল গোলাপের স্নিগ্ধ সুভাস তোমার পানে।
অন্দরমহল আলোকোজ্জ্বল, চকমকি পাথর চমকিত,
পূর্ণিমার জোসনালোকে, তোমার ঐ শুভ্র বদন আলোকিত।  


ফাগুন হাওয়ায় নতুন রূপে তুমি অপূর্ব, রূপবতী
রক্তজবা পলাশ বনে, কোকিলকণ্ঠী, কোন যুবতী?
মনের ঘরে বসত তোমার, স্বচ্ছ জলে তোমার ছায়া?
স্বপনচারিনী মেয়ে তুমি, ভুবনমোহিনী চোখের মায়া।


আমি হায়! পাগলপারা,  রাজপথে ঘুরি তোমার প্রেমে কৃষ্ণলাল-
রৌদ্রঝাঁজে সংকুচিত চর্মগাত্র, চিত্তটা বড্ড টালমাটাল।  
তোমাকে চাই, ভালোবাসায়,  ভালোলাগার শুভক্ষণে,
অশান্ত মন, শান্ত তখন, তোমার প্রেমাদকের বাহুলগ্নে।


প্রেম পিয়াসী পাগল এ মন, প্রেমসুধা পান করি আঁজলা ভরে,
জোসনালোকে ভেসে যাই, বন থেকে বন গহীন আঁধারে।
তোমাতে অমর হয়ে, বিলীন হতে চাই মাসের পর মাস,
শুধু ফাগুন নয়, আমাদের প্রেম চিরঞ্জীব হোক বারোমাস।