সেদিনু সন্ধ্যা কালে,
দেখিনু নদী কূলে,
বট বৃক্ষের ছায়াতলে -
বসে আছে এক হতভাগা দুচোখ অদূরে মেলে।
ঠাঁই নাই তার কোল নাই, নাই লাজ শরম
তার শরমে শরমিত হই আমরা যত আদম।
ঘর নাই তার বসত নাই, নাই কোন জাত-পাত
নিশি প্রহরে তার কুঠিরে ভদ্রদের যাতায়াত।
তাই দেখে,
ফ্যালফ্যাল করে তাকায় রয় সে, মুখে নাহি বুলি ফোটে
কি বা হবে বুলি ফোটায়ে? ভাত কি আর তাতে জোটে?
পেটের খিদা সবারই লাগে তাইতো এত আয়োজন।
সারাদিনের কষ্ট শেষে সান্ধ্যপূজোয় থাকে কি আর মন?
একমুঠো সুখের লাগিয়া, আলিঙ্গনটা বড্ড প্রয়োজন।