ভেবেছো চেলো গেছো তাই
আমার সকল শূণ্যতা - হা ঘর - খালি মাঠ -
আবাবালি পক্ষী সকল
ভেবেছো চলে গেলেই
শুরু হয়ে গেছে আমার বিমূর্ত বিষন্নতা


তেমন নয়
যখন ছিলে তোমার আত্মা , শরীর যমিন
ধুলিতে অমলিন বিশৃংখল বিবশ
একাকী গোধুলীতে নদীর তীর


ক্ষত হয়ে গেছে সে  বুঝেছি বেশ
অন্ধ ও যেমন করে দেখে
নিভে গিয়ে  মোমবাতি
অন্ধকারে আলোকিত করে সব


নাই তুমি - নাই - কোথাও বুঝি নাই
কই যে তোমার তৃষিত মদির ঠোঁট
কই যে তোমার সেই আংগুল
           চেপে বসে শরীরে আমার
কোথায় সেই জলদ গভীর স্বর
ভাঙছে নীরবতা
মোহময় মুদ্রায় জাগায় আমার অধীরতা -