আমি একটা ভাষিক শহরে বালিহাঁস হয়ে নামি
দ্রৌপদী শহর আমার
তোমার গায়ে লেগে থাকে গুচ্ছ গুচ্ছ মেঘ
উন্মুক্ত করো তোমার ঠোঁট আলজিভ
চোখ মেলে তৃষ্ণা জানাও --


অথচ এই শহরে তুষার নেই
মঙ্গল বারতা পড়ে যে নারী
সে অধিক সুখী সে আমি জানি
আমার বালিহাঁস শরীর টুকরো টুকরো
শিলাবৃষ্টি হয়ে নামে
তোমার গায়ে লেগে থাকা পালক
খসে খসে খরখরে রোদ্দুর হয়ে ওড়ে --