লাল রাংতা ,রঙ উড়ে গিয়ে তোমার শরীরে
নামতে নামতে  হাঁটু থেকে গোড়ালী
এরপর পা , সিঁড়ি, রাস্তায় নেমে মধ্যকাশে -
অরুন বরুন কিরনমালা রূপকথার ঘোর -


সন্ধ্যেটা অনেক বেশী ঘন
রুশোর ওয়ালে  বর্ষা
বালিকার খাতায়  আকাশ , নদীর নীল জল  
এবং অরণ্যের  পেছন থেকে সূর্যের মুখ  -


একদল মানবী গুহার অন্ধকারে -
হাতকড়াটা বড় বেশী ডেবে গেছে হাতে অবনী
রক্তটাও নীল , শরীরে আঁকা হয়েছে বন্দী
আকাশ তাদের জানালা থেকে ঘরের ভেতর
এক পা দুপা তিন পা
একটা পাগলা ঘোড়ার অবয়ব -


অবণী কোথায় তুমি -
বুকের মধ্যখানটা ফাঁকা
রূপতনূ বিভাস , মধ্যাকাশ
ডাকছে কেউ -আড়াল থেকে
পেছন থেকে -
চুপ চাপ ক্যাকটাস
বিনীত অন্ধকারে একা ভীষন -