এই শহরটা দ্রবীভূত হয়ে আমার শরীরে
আমার শরীর দ্রবীভূত হয়ে এই শহরে
হাঁটছি
গিলে খাচ্ছি
আর থু থু ছিটিয়ে পরিষ্কার করছি গলগন্ড -


তুমি মেসোস্ফিয়ারে দশজন হয়ে হাসছো
কুয়াশা ভেদ করে তোমার দশ একশত জন হয়েছে
রাস্তা এই শহর তুমিময়
তুমি একটা বৃত্ত তৈরী করেছো
আমি কেন্দ্রে
পরিধি ছুই ছুই
হাঁটছি -  গলছি ফিরে যাচ্ছি কেন্দ্রে
আমি কেন্দ্র থেকে ছুটে যাই  পরিধির দিকে
পরিধি ভেদ করতে গেলে
শত শত তুমি বেরিকেড তৈরী করো -


তুমি আমার উপরে খাও , গড়াগড়ি করো
খেয়ে দেয়ে  আমার গায়ে কুলকুচি করো -
আমার পিঠের ওপর চেয়ার পেতে
আয়েশ করে বসো
একটা সিগার ধরিয়ে ধোঁয়া ছাড়ো
বৃত্তের মতো কুন্ডলি পাকায় তোমার ধোঁয়া
ধোঁয়া ছাড়তে ছাড়তে আয়েশ করো
পরম ওম ওম সুখে  
পুরুষ হাঁসের মতো
আরামের নিঃশ্বাস ছাড়ো  – আহহ -