১।
হে নারী সকল বন্ধ করো কান -
অন্ধ হও , বধিরতা তোমার গায়ে লেগে থাকুক -


কবি বধির বলে জানেন নি ।
তুমি বাক্য হীন বাচাল বালিকা -
অন্ধ কবি লিখেন বাতাসের গায়ে -


যে বাহু মিলায়ে যায় বৃক্ষের ভেভরে -
সে আমি ছিলাম
অপ্রকাশিত তোমার তরল বাহুতে -


২।
কে যায় চুল্লীতে - উত্তপ্ত চুল্লীতে রেখে এসেছি , চুলের অগ্রভাগ , নখের সাদাবিন্দু -
পৃথিবী সৃষ্টির আদি থেকে আদিপিতার সাথে হরিতকি সন্ধ্যায় ছিল সাদা ঘোড়া , মূর্ছনার  মতন ।
বেচারা সাপ , গড়িয়ে গড়িয়ে পিছলে গেলো নালার জলে -
আজো সে গড়িয়ে চলে - পৃথিবীর মত --


৩/
মাঝে মাঝে মনে হয় অনেকটা কেঁদেছি আমি । কিন্তু আদৌ কি কাঁদছিলাম ?
মনে করতে পারছি না । তবে এটা একটা উন্মুক্ত মাঠ । অথবা জলাশয় ।
যে কেউ ঢিল ছুঁড়তে পারে অথবা ভেঙ্গে চুড়ে ছুড়ে ফেলে দিতে পারে আবর্জনায় ।
তবু শোন এ আমার হৃদয় -- ধর্মশালা নয় --