যতদিন মন্ত্রণা দিয়েছো যুদ্ধে যাবার
ততদিন চোখ উপড়ে
ফেলে দিয়েছি-
ফেলে দিয়েছি আমার কাবার্ড
আমার বহু ব্যবহৃত রুমাল
আর নিমক দান -


সম্বর্ধনার শেষের দিন
পাশে হেঁটে হেঁটে
যখন সবগুলো তারের পাশে আমাদের পা
সবগুলো রিকশার প্যাডেলে  আমাদের চোখ
যতটা জরুরী আমাদের বিচ্ছিন্ন হওয়া
ততটা জরুরী আমাদের প্রেম
ততটা আমাদের আঁচড়ে
ফালি ফালি হওয়া হৃদপিন্ড -
আহা আর কিছু নেই -


তবু শেষ দিন
ব্যারাক ফেলে অথই সমুদ্রে ভাসার দিন
সেদিন শুধু একটুকরা নিম পাতাই শরাবের নিমক
ততটাই শবের মর্মযাতনার  শোক
ততটাই আমাদের ঘর দুয়ারের
হা হা করা খোলা দরোজা -
আহা শেষ দিন -
সব দিনই আজ শেষের দিন --