দুপুরে তুমি কি করছো ?
কি খেয়েছো এই ঝিম ধরা রোদ রোদ ঘরে !!
বিষন্নতা কি খেয়েছে তোমার ঘর !! আমার দরোজা ?
পরিপাটি বিছানায় কেনো কাঁদ বিছিয়ে তুষারের কাঁথা !!
ওরা আমার চুলায় ঢেলেছে জল
জল দিয়েই রান্না করি তোমার
জলের ভাত আর পাবদার ঝোল।
যে আমি জানিনা ইউরোর দর
সে ঘোর অন্ধকারে বিকিয়েছি
এই রূপের ঘর মহল ---
জিজ্ঞাসিবে কি জনে জনে
যে যায় সে কি ফেরে
আদিবাসী ঘরে !!