ভাল নেই অমা । ভাল না থাকাটা একটা কঠিন বিষাদের মত
অমা-মনি । আমার ভাল লাগে না তাই -


তুই কেমন আছিস ? তোর ভাল থাকাই আমার ভাল থাকা - তোর মন্দ থাকা আমার মন্দ থাকা -
এরকম কেন হয় অমা-মণি ? এমন যে একটা কঠিন দুরত্ব তোর সাথে আমার /ডিংগানো এমন কঠিন ব্যপার -
অথ্চ দেখ একটা সময় তুই সারাক্ষন আমার বুকের কাছে থাকতিস - তোর পাগলামি - পাগলামি- অস্থির আমি ।
সামলাতে পারছিলাম না জানিস - আর তুই ও এতো অস্থির এতো উম্মাদ হয়ে গেছিলি আমার চোখের জল নাকের পানি  একাকার - এরকম  যে তোর পায়ে ধরার বাকী রেখেছি - জানিস তো তখন  তোর আমাকে শত্রু মনে হতো - কিন্তু আমি তোকে নিয়ে এত দুশ্চিন্তায় থাকতাম - তুই বুঝতিস না - বোঝার বয়স ছিল না তোর -
আবেগে আবেগে তুই তখন চোখে কিছু দেখছিস না -
কিন্তু বিশ্বাস কর আমার আর এক মূহুর্ত ও সহ্য  হচ্ছিল না - মনে হত তুই খাদে পড়ে আছিস - তোকে আমার বাঁচাতে হবে যে করেই হোক -
তোকে বাঁচাতেই আমি তোকে দুরে পাঠালাম -
এত দুরে যে একটু মন খারাপ হলেও তোকে ছুঁতে পারি না , আদর করতে পারি না - দুরালাপনই ভরসা -
তোর একটু মন খারাপ হলেই আমার পৃথিবী অন্ধকার হয়ে যায় - সৃষ্টিকর্তার প্রতি রাগ হয় -
তুমি এত ভালবাসা কেন বুকের ভেতর দিলে ?
আমি যে বইতে পারি না - মরে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে -
তবু মরতেও ভয় হয় সেও তোর জন্য রে অমা-মণি -