আমার দু হাতে যখন অগনন চাঁদ
পৃথিবীতে মিকাইল বর্ষন করেছিলো বিষের নহর
তখনো এক হাতে সূর্য
আর এক হাতে ধরেছিলাম
ইনকার ক্ষয়ে যাওয়া বুনে যাওয়া
রোদের ফ্লেভার ।


হিংসুটে তামাদি রবিনসন
কিচ্ছুটি করার নেই তোমার
পায়ের পাতায় উত্তপ্ত লোহার সেঁক  
পেছন- উপর -নীচ থেকে
শানানো ছুড়ির পোঁচ -


তবু গল গল করে উড়ে আসে
এক একটা কামিনী রাত --
তুমি ভোল্টে বসে টাকা গুনো
আর শীত ঘরে ওম দাও লেপে -
তোমার হৃদয় হরনের গল্প শোনা হয় না
তুমি তো বড্ড বেশী জাগতিক মোহে থাকো
অথচ নদীর কথা বলো
জালিম হে  - ছুড়ির ফলায় কেনো  হৃদয় রেখে
মরে যাবার ছবি আঁকো -