সন্ধ্যা ঘনিয়ে আসলেই তুমি দুর্বাঘাস থেকে বনফুল হয়েছো
পলাশ নারী ছুতে গেলেই তোমার বুক ভরা জলের দীঘি


আমার আকাশে অনেক তারার ঝলকানি
তুমি এলে তারার জলে হাত ধুইয়ে দেবো -


মর্মর ঘাসে কালকেতু শরীরের আলপনা এঁকো
ফুলপরী হবে তোমার নারী


নরম পাখনায় জলের রেখায় জল
তুমি জল ছুঁয়ে দাও -