কে দেখো হে মন্থরা ?
একটা রঙ্গীন শালু বাড়ি ?
লুটছে সময় কালের ঘড়ি !


যার এখানে বাড়ি ছিলো
শাপলা শালুক পরী ছিলো
পুকুর ভরা জোছনা ছিলো


সবুজ ঝিলের মাঝ বরাবর
একটা আকাশ তাহার ছিল -


তিনি এখন রঙিন কাঁচ
দরজা জানালা মস্ত উঠোন
শুভংকরের ভীষন ফাঁদ -


নাজমুন
০৩/০৬/১৪