তোমার সাথে এক উষ্ণ বিকেলে
ক্যাফেতে চা খাবার কালে
যখন ঘন হয়ে এসেছে সন্ধ্যা
সেটা কিন্ত প্রেম ছিলো না -
অথচ একটু চোখাচোখি হলেই
লাজুক চোখ ফিরিয়ে নিয়েছি -
অকারণ হাসি
অকারণ বক বক
সেগুলো ও প্রেম ছিলো না-
বাইরের রাস্তায় বাস ট্রাকের হুড়োহুড়ি চলায়
চোখ আটকে রেখেছি
সে যেন ছিল অনন্ত কালের এক একটা ইতিহাস
রিকশায় নারী পুরুষের সঘন কাছাকাছি
দেখলেই তোমার চোখে চোখ
তখন তুমি উদাসীন আকাশ
একটু উচ্ছল হতেই হাতে হাত লাগলেই চমকে ওঠা
সেটা তো প্রেম ছিলো না আদৌ --
আচ্ছা প্রেম কারে বলে সুদূর ??