**
ডানা কেটে আসো হেই যুবা
আমি পাখনা হীন একটা বোবা সারস চাই -
চোখের ভাষায় যে বুকের কথা এনে
চোখের ভেতর প্রবেশ করে -
রোদের ভেতর ভিজিয়ে রাখে
জলের কথা -
june 05/14


তুমি আমি ভুল
আকাশটা নির্ভুল -


june 05/14


----------------
অতএব পথিক
কাহিনীর ইতিবৃত্তটা শোনা হলো -
সেই যে শিশিরের সাথে ভাব হলো
সকাল বেলাকার সব ঘাসফুলের
তার সাথে এক একটা জলের বিন্দুর
সিন্ধুর সাথে সব গুলো নদীর
আর আর তোমার সাথে
এই আমার --
28 may 2014


-------------------
**


এখনো তোমার বুকের গলিতে বন্দরের ব্যথা
রাত্রি নীরব হলে বিষন্ন বাতাসের এলোমেলো দোলা
আমি আছি তেপান্তরের মাঝে
সবুজ পাহাড়ের কালো আদিম চোখ
নীরবে জেগে জেগে থাকে --
may -23 2014
----------------------------
**
ভেঙ্গে ভেঙ্গে নদী হলে -
জাননি গতিসীমা -
চোখ চেয়ে নিয়ো আমার -
এই হৃদয় অস্তিত্ব জানাবে -
২৯ মে ২০১৪
---------------------------