**
ইচ্ছে হলেই তুমি আকাশ হয়ে যেতে পারো
নদী হয়ে বন্যা বইয়ে দাও
আমি তেমনি থাকি
একটা ডোবা
ঘোলা জল
ব্যাঙ্গের ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর ডাক
একদম একঘেয়ে -
আমার মাঝে মাঝে একটা সমুদ্র হতে ইচ্ছে করে
যদিও ডোবা থেকে কুয়োই হতে পারি না –
তুমি রোপন করে দাও এই হৃদয়ে আকাশের বীজ়
আমি বাষ্প হয়ে জমা হবো আকাশের গায়ে -
05 june – 14
**
কোথায় আমার বাড়ি ?
প্রশ্নটা এলেই আমি বিক্ষিপ্ত
কার কোথায় বাড়ি থাকে
আমার জানা নেই
আমি জানি
আমি একটা শূন্য
একটা বিন্দু
ছিলাম কিনা জানিনা
অথবা এখনই কি আছি ?
এটা আসলে একটা আপেক্ষিক প্রশ্ন –


আমি বিক্ষিপ্ত
অথবা আপেক্ষিক-
আপেক্ষিক অথবা বিক্ষিপ্ত -
আমি অচেনা ভীষন -
june 05/14