যখন তুমি দাঁড়ালে রাজার মতন
বুক বেঁধে নিলে আকাশের সাথে
যখন তুমি আদতে হয়ে গেলে
এক দ্যুতিময় প্রাজ্ঞ বালক
যখন তোমার পায়ের কাছে নেমে এসেছে সমুদ্র
তখুনি নুপুরের ধ্বনি হলাম
রিনঝিন নিক্কন আমার
ওগো মেঘ বালক
চুপি চুপি আজ হরিণ হও
অরণ্য হতে চাই
ঘন এক বনের ভেতর সাদা বাড়ি
তার দিঘীর জলে অবগাহনে অবগাহনে
কাটাব সন্ধ্যা দুপুর রাত -
তোমার কাল রাত্রি
ঝকঝকে দুপুর করে দেব -
আহা কতকাল বৃষ্টি নেই এই গ্রহে !!