প্রেম শেখা হলো না অভিমন্যু
তোমার দুয়ারের সামনে তেমনি দাঁড়িয়ে রয়েছি
হাজার বছর ধরে
তবু প্রেম শেখা হলো না -


তুমি আকাশ এনে দিলে পায়ের কাছে
বললে " উড়ো রমনী"
আমি উড়তে চাই নি
বন্দী হতে চেয়েছি তোমার ঘর দেরাজের কোনায়


একটা সবুজ বন এনে দিলে
বললে "বেড়াও রমনী"
আমি পথ হারালাম
তোমাকে খুঁজলাম
তুমি হারিয়ে গেলে -
নাকি সেটা তোমার ইচ্ছেকৃত ছিলো
ভাবতে ভাবতে একটা যুগ পেরিয়ে গেলো ---


তুমি আবার উদয় হলে
নদী এনে দিলে
"অবগাহন কর নীল নারী " -
আমি ডুবে মরলাম
তুমি হাত ধরলে না -
আমি মনে হয় ডুবেই যাচ্ছি -
তুমি কি ফের পথ দেখাবে ?