**
তিনি একটি নীল পরীর খুনী –
৩১ শে মে – ২০১৪
——————————-
ব্রেকিং নিউজ ছিলো তোমার খবর
একজন হন্তারকের ভুমিকায় তুমি -


সে তুমিই ছিলে
যে বর্ষা এলেই হইচই করে
বের হতে বৃষ্টিতে ভিজবে বলে
একটা বনফুল হাতে দিয়ে লুকিয়ে যেতে -
ভীষন লাজুক বলে
সে তুমিই ছিলে-


সেই তুমি এখন হন্তারকের ভুমিকায়-
মিডিয়া জুড়ে হই চই –
তিনি এবং তিনি
এবং তিনি নীল সমুদ্রের
একটি নীল পরীর খুনী –
**
সে এখন একটা নদীর ভুল পথ —-
জুন – ০১ -২০১৪
——————————-
অভিমান নেই
অনুযোগ নেই
অনেকটাই ডোবা
মাঝে মাঝে কিঞ্চিত
ধোঁয়া ওঠা বর্ষা বিকেল


তার এখন না বোঝা বিকেল
ডুবে ডুবে সন্ধ্যা হয়
একটা আকাশ হতে চেয়ে
সে এখন একটা বদ্ধ ঘর ০০


প্রতিদিন বিষের শিসির গন্ধ শুকে
প্রতিদিন দেখে সিলিং ফ্যান
বড় বেশী ঘূর্ণন তার
একটা মানুষ সহ ঘুরে গেলে
পাখাগুলোর অপমৃত্যু হবে


তোমার কালো চোখ এখন ধুসর
প্রমিত বানান শিখে শিখে যে কবিতার ভাষা শেখে
সে এখন একটা নদীর ভুল পথ —-