একটা দীর্ঘশ্বাস উড়ে গেল উত্তুরে হাওয়ার সাথে --
তোমাকে কাছে পেলে সেটা হয়তো তোমার বুকপকেটেই থাকতো - অথচ হাওয়ার সাথে আমার প্রতিদিন আসা যাওয়া --তুমি নেই তো হাওয়া আছে আছে এলোমেলো করে দেয়ার মত বৃষ্টি - ঘন ঝুম বৃষ্টিতে যেই বেলা পাহাড়ী চলার পথে আমি পথ হয়েছিলাম -তুমি সেই পথের একটা দুটো করে ওপরে ওঠার সিঁড়ি-- এরপর মাতাল সন্ধ্যেতে এক একটা বজ্র আর বিদ্যুত -
তুমি শাড়ির জড়ি পার হয়ে আমাকে কুসুমে কুসুমে চন্দ্রগ্রহণ করাও - আমি হয়ে যাই অরণ্য -
হে মেঘবালক এবার ঝড়ের বেগে আসো -
আমি আহত এক হরিণী - তোমার হাতে সমর্পনের সব দুয়ার খোলা জেনেও আমি জলের ভেতর পদ্ম হয়ে ফুটে আছি --