**
বন্ধ জানালা


বন্ধ হয়ে গেছে সবগুলো জানালা
জলপাই রঙ ঘর এখন অনেকটাই ধুসর
একটা শালু ফুল এনে দাও
দ্বিখন্ডিত করি এর অন্তর
পাড়ি দেব তার সবুজ বুক –
**
বিদিশা
তোমার পথের নীরব অনুরণনে
আমার চোখ ভুলে গেল সব -
আকাশ নেমে এল জলে
জল হলো বিদিশা -
ও আমার চোখ গেল চোখ গেল সই -
**
পরিচয়
তোমার হারিয়ে যাওয়া কনভার্সেশনে তোমার পরিচয় খুজে পেতে
আতি পাঁতি করে খুঁজলাম তোমাকে ফের ।
আহা কতকাল তোমার চোখ দেখা হয় না –
**
ভালবাসা


যখন পালাতে যাই -
তোমার হাতে শিকল
যখন ভালবাসতে চাই
তোমার চোখে শৃংখল -
**
জলবতী মেঘ


এখন বরষা নেই
তবু চোখে ঘুম লেগে থাকে
শরতের নীলাকাশে
মেঘেরা জলবতী হয়ে
তোমার ঘর ছুঁয়ে যায় -
আকাশে মেঘ নেই আজ
আমার চোখে তবু অন্ধকার করে
ঘুম নেমে আসে
কতকাল ঘুম নেই এই দু চোখে
**
এই অবেলায়


এই অবেলায় আর তুমি নাই বা এলে
পাহাড়টা হেলে থাকুক পশ্চিমেই
আমি নিশ্চুপই রইলাম -
—————————–