*
এক নিঝুম সন্ধ্যায় উষ্ণ বাগানে মাছরাঙ্গার বেহালা বাদন - কে তুমি কবি ?
সবুজ বনের নৃত্য , আজকের নর্তকী গাছ , ছবি এঁকে যায় তার নির্দোষ চোখের নীল কাজলে -
যে বিকেল রোদ ঘন হয়ে অন্ধকার হয় এখানে তার আর্গল খুলে দেয়া হল আজ -
ওগো নিঝুম সন্ধ্যার পরী
আমাকে এই বেলা এসে মোহতায় আচ্ছন্ন করো
নির্জন বিল বানিয়ে দাও অথবা নীরব আকাশ ---
**
হে রাত তুমি গোপনে
একটা যাদু আরশি দিয়ে যেও
যে আসে না এই বিরহ ভুমিতে
সে যেন ফিরে আসে এই অমল জোছনা রাতে -
***
ইচ্ছে করে বিশ্বাস করে মাতাল হই
এই আগুন ফাগুনে
আমার মন আর শরীর একটা ফুল্কি
আমি তোকেই ভালবাসি ---
****
কেন যে বারে বারে ভুল করি --
ও আকাশ মেঘ পাঠাও
চোখ ঢেকে রাখি
বৃষ্টি পাঠাও
জলকে আড়াল করি-
ঘন কালো মেঘ পাঠাও
সর্বাঙ্গ ঢাকি -
---------------------------------------