**
এক নিঝুম সন্ধ্যায় উষ্ণ বাগানে মাছরাঙ্গার বেহালা বাদন - কে তুমি কবি ?
সবুজ বনের নৃত্য , আজকের নর্তকী গাছ , ছবি এঁকে যায় তার নির্দোষ চোখের নীল কাজলে -
যে বিকেল রোদ ঘন হয়ে অন্ধকার হয় এখানে তার আর্গল খুলে দেয়া হল আজ /
ওগো নিঝুম সন্ধ্যার পরী
আমাকে এই বেলা এসে মোহতায় আচ্ছন্ন করো
নির্জন বিল বানিয়ে দাও অথবা নীরব আকাশ ---


**
ভুল করে যারে চাইলাম সে আর ভুল রইলো না, আকাশ থেকে তারা খসার মতন দুপুর হয়ে
কাছে আসা বাতাবি লেবুর গন্ধে ভরা বিকেল হলো ।আমার সূর্যটা বুঝি তারেই চিনলো বলে আলো ছড়ালো , সন্ধ্যে হতেই সবগুলো আলো চাঁদকে দিয়ে রেড মুন হয়ে
কানে কানে বললো ওগো সোনা পাখি ভুল সব সময় ভুল থাকে না গো -
সে তোমার আলো , ছায়া , তোমার প্রজাপতি , আকাশ হবে এবং অবশেষে রোজমেরি গন্ধ হয়ে তোমাকে ডোবাবে - তুমি ডুবে ডুবে জল হবে , নদী হবে , সাগরে মিশে মিশে ফের সোনালু ফুল হবে --