তোমার চোখে আকাশ খুঁজতে গিয়ে একটা অন্ধগলি টের পাই -
স্বার্থপর তুমি প্রেম শেখাও পাখির কথা শেখানোর বুলির মতো - সব মিথ্যামিথ্যি গন্ধ বুঝতে পারি জানো ?
রু তুমি আকাশ দেখতে জানো ? পরীর মতো ডানা মেলে তোমাকে ওড়ানো শেখাবো আমি !
তুমি বলেছো ভাংগা সেই ডানায় জোড় নেই । কেন ?
তুমি একটা পালক গুজে নাও তোমার পিঠে -
দেখো আকাশ ঘন নীল - পালক মেলে দাও রু -