দুটি কবিতা
**
সেবারও তুমি ছিলে
পদ্মের মতন
আকাশের মতন
চেনা গলির মতন
সেবারো তুমি ছিলে
একটা চেনা পাতার মতন
অথচ এখন অচেনা
তোমার চোখে আকাশ দেখি না কেন ?
জলের ছায়া নেই
পদ্ম পাতার ঘ্রান নেই
তুমি কে ?তুমি কে? তুমি কে ?
প্রশ্ন করে করে আমি এক পতংগ হয়ে যাই -----


**


যখন সে ছিলো না আমার
যখন সে ছিলো মধ্যরাত
শুধুই অহেতুক আবদার
নুনের জলে বাতাস হবার
তার ঠোঁটে উষন হবার
সে আমার ছিলো না মোটেই
কে জানে কবে
উদাস বাউল হবার সাধ ছিলো তার
আজ়ো তারে খুঁজে ফিরি বার বার -
ও মন তোরে কে বাঁধে
পেছন থেকে আবার --