বস্তুত অন্ধকার এবং অন্ধকারের কাব্যের গান কেবলি রচনা করে পুবালী বাতাস -
গানগুলো অবিন্যস্ত অথবা সুবিন্যস্ত , আমার কেবলই সব অন্ধকারের গান -
আলোক থেকে বহুদুরে অবিন্যস্ত যে শহরে এখনো পেজাতুলোর মত ঘাস ওড়ে
গান গায় অসীমের সন্ধানে এক অবিন্যস্ত ভাগ্যপিড়ীত ভিখিরি
সে আজ জলের সাথে মিলেমিশে দূর সীমানার ট্রেন ধরে পথিক দূর প্রবাসের -
এখনো এখানে ভোর হয়নি , আলোর দেখা পাবার আশায় চাতক আমি
বার বার খুঁজি ভোরের সুক্ষ আলোর রেখা -
এখুনি ভোর হবে , রাত পায়ে পায়ে নেমে আসে তোমার কাছে রোদের গন্ধ খুজে ফেরে -----
সবুজ ঘাস , আহা কতকাল তুমি চাঁদ দেখো নি --