একটা কীট এসে বসে মধ্যরাতের বুক বরাবর
বিস্তৃত হতে হতে আমার হৃদপিন্ড স্পর্শ করে
আমি আকাশ দেখি না , না চন্দ্রমুখী চাঁদ
ভাবালুতায় অবশ আমি ।


একটা গহীন রাতের গন্ধ
কপাল স্পর্শ করতে করতে
ডুবে যায় অন্ধকার বরাবর
ও আমার চক্ষু নাই চাঁদ --


আমি বিভ্রম বোধ করি হে কবি
খোল দরজা জানালার সব বন্ধন
লজ্জাবতীর পাপড়িকে স্পর্শ করে দাও
যে ঘুমায় এই নদী বরাবর --


আমার ভাললাগা নেই
বোধ বিভ্রান্ত
এক নবীন পথিক আমি
আমাকে আকাশ দেখিও হে চাঁদ --