অন্তরিক্ষে চক্ষু আমার
না আকাশ না পাতাল
কে কোথায় দৃষ্টি রাখে
দিব্য দৃষ্টি--
অবশেষে সবই অন্ধকার হয়
জেগে থাকে হরিয়াল আর পেঁচার শব
আমার অন্ধ চক্ষু বরাবরই
পাতাল খোঁজে
অথবা আকাশ
অথবা দুর্মর অরণ্য
অথবা একটা অন্ধকার সমুদ্রের পাড়


আমি হারিয়ে যাবার একটা সুত্র খুঁজি
তার উত্তর দক্ষিন অথবা নৈঋত কোনে
আকাশের ঠিকানা ছিল
আমার তো ঠিকানা নাই
নাই কোন তপোবন
আমি একটা শরীর বিহীন পাখির শব
শবের ভেতর আত্মার গান শুনি
জেগে থাকি জেগে থাকি
জেগেই থাকি মৃতের ভেতর অনন্ত আত্মার ভেতর -----------