আমার অযুত নিযুত গ্রহেরা
এক লক্ষ বছর আগে
তোদের সাথে ছিলাম বলে ভ্রম হয় --
তবু আজকের সন্ধ্যেটা তোদের মত ছিল না -
আপেক্ষিক অথবা নির্মোহ
অথবা ঘোর অথবা কলিকাল ----


আসলে আমি সব ভুলে যেতে চাই
এক ঘোর প্রেমিক সাথে ছিল --
অন্তরালে তার হৃদয়
শরীরকে উপেক্ষা করে
শুধু প্রেমিক অথবা প্রেমিকা --


সন্ধ্যেকে ততোধিক আবেগাক্রান্ত করতে করতে
মহাকাল এসে পায়ের কাছে নতজানু হয় ।
আমার কাছে সবই তুচ্ছ মনে হয়
এই আপেক্ষিক মূহুর্তটুকু তোদের দিলেম বলে
আমার গ্রহদের , আমার নক্ষত্রদের
অথবা এক দীর্ণ চাঁদ
যে কালে জোছনা বিলোয়
সে কালে আমি ঠিক পার্বতী ছিলাম ---


তোর সাথে কতকাল দেখা নেই প্রিয় চাঁদ আমার
হে আমার আকাশচারী চাঁদ
আমি এই নিরালা সন্ধ্যায়
তোর জোছনা অবগাহনে অবগাহনে
সেই বিমূর্ত প্রেমিককে তোকে দিলাম --


তোর বুকেই ফিরি বলে
ফিরে যাই বলে
তোর বিমূর্ত আলোর সাথে
আমি এক অরণ্যচারী হাজার বছর ধরে
একাকী সন্ধ্যা পান করি , পান করি এবং করতেই থাকি ----