তোর আজিজ মার্কেটের পেছন দিয়ে যাবার সময়
তুই বরখেলাপ করলি সেলিনার
সে ততক্ষনে একটা করবী গাছ
আমি কদম বৃক্ষের শেকরে বসে
প্রাগৈতিহাসিক যুগের এক নারীর কথা ভাবি --


গুন গুন করে বৈঠা টানা নারী আমাকে সমুদ্র দেখায়
আকাশের কাছাকাছি নিয়ে বলে ছুয়ে নাও মেঘ
আমার বিজলীর চমক দেখার ইচ্ছে
অথচ মেঘের গর্জনে কেঁপে কেঁপে উঠে ভাবছি
একটা নীল রোদ্দুর এলে আর কি ক্ষতি তাতে
আমার তো হয়েই গেলো জীবন দেখা
তুই তখনো করবী গাছ হবার অপেক্ষায় আকাশের দিকে চাস
আমি তখনো কদম বৃক্ষ নিয়ে ভাবি
ভাবতেই থাকি ...