আমার চারপাশে শুধুই অবাধ্য বাতাস
আমি এড়াতে শিখিনি অথবা শিখেছি
কবেকার শৈশবের দুপুর
ধুলা ওড়ানো রোদ
ঘুরপথে আমাকে শুধুই আবেগী হতে শেখায় ----


আবেগ কে বোঝে
তুমি তো আদৌ না অথবা হয়তো
আমি একটা শান্ত দুপুর হয়ে থাকি -
কোন বৃক্ষ থেকে পাতা পড়লে
তার সাথে ভাসতে ভাসতে
কিশোরীর ঘুঙুর হই  --

তুমি জানো না
আকাশ কখনো কখনো বাতাসে ভেসে ভেসে
লালচে হয়ে নাম না জানা সেই এরারুস দেবতার
রক্তের রঙ হয় -----

সেই দুপুর সেই শৈশব আমি ভুলে যেতে শিখিনি
এলোমেলো পদপৃষ্ঠে এক লক্ষিন্দর আমাকে
পথ ভুলিয়ে দেয়
কে গো তুমি কন্যা ?
তুমি কি কাঁদছো ?