প্রতিদিন বেয়নেটের আড়ালে থাকা চাঁদ
একবার ফিস ফিস করে বলে
মৃত্যু কত দেরী দেবী ?


আরো একবার নেবুফুল গন্ধ বিলোয়
মুখোমুখী নিশীথের অন্ধকার
আমার সকাল তখনো বুঁদ থাকে ঘুমে -


হারানোর কিছু নেই বলে হাহাকার চাঁদ
আমার গায়ে কামিনী গন্ধ বিলায় -
একবার কুয়োর ধারে ---------


বালিকার ছিঁড়ে যাওয়া জামা দেখি
সে এখন কুঞ্জ বনের মৌয়াল
একবার কাছে এসে বলে
তুমি কি দেখো কামিনী ?


আমি তো এখনো উদাসী বাউল-
বন্ধ করো চলাচল
আমার ঘুমের ঘোরে
তুমি চুপ থাকো চুপ থাকো কামিনী কৌশল্যা হে--