আহা শিকোয়া পার হোক , আমি এক কুলহারা নীল নদ , মমির ভেতরে শয়ান আত্মা কখনো ঘাড় কাত করে আকাশ দেখি এবং আস্তাগফেরুল্লাহ বলে মদির ময়ান হতে একটু একটু করে
সিভিলিয়ান হই ।
আমার চারপাশে নীল মার্বেলের ঘর আমি পা রাখি মার্বেল শিয়রে , আহা বড় কঠিন এই শয্যা , আবাবিল পাখি নেমে আসে
ঝাঁকে ঝাঁকে , এখানে একজন বলে আনাল হক -
অথচ তিনি জানেন তিনি সুরাহীন এই শহরে অবাঞ্চিত বোধের পুরান আত্মা -
অতএব আমার নীল বেদনার বিধৌত ধোঁয়া ধোঁয়া চেতনার শিশির ভেজা পথ -
মুছে দাও পথিকের শয্যার সকল আয়োজন - যে শুয়ে শুয়ে আকাশ দেখে সে দেখুক -
আমি আমার পুরাতন আবাবিল পাখির কাছে ফিরে যাই , আমি জানি সে আমাকে উড়ে যাওয়া শেখাবে -