আজকাল ছাই ছাই হয়ে গেছে আমার পুর্ব পশ্চিমের পাহাড় । নদীটাতে চর জেগেছে । আমি কামিনীর বনে যাই একটা একাকী পাখির সাথে কাটে আমার দিন আর রাত্তির ।
তুমি তপোবনে  নাগা সন্যাসী ।আকাশ হেলে পড়ে তোমার পায়ে , আমি নদী হয়ে ছুটে আসি , তপোবনে তোমার বুক বরাবর ওষ্ঠ স্থাপন করি ।
তুমি ধ্যানে মগ্ন হয়ে বৃত্তান্ত খুজো প্রেম কারে বলে । আমি বলি আহা প্রেম হলো এক আজীব হয়রানী । যে দিল মগ্ন প্রেমে সেই বুঝে প্রেম কারে বলে !!