অরণ্য আপনি বড় বেশী উজলা নদী ।
ভেঙ্গে ভেঙ্গে আমাকে ভাংগেন , অথচ ভুলে যান এখানে কেউ ঢেউ হয়েছে ।
কেউ বর্ষার বাতাসে নিম গাছের সাথে , আত্মার সাথে মিলে মিশে
খেরো খাতায় লিখেছে একটা নদীর কথা যে বড় বেশী কথা বলে ।
আপনি বৈশাখ মাসে ঝড় হয়েছিলেন , অঘ্রানে  কাশ ফুলের মায়া -নেচে নেচে সমুদ্রের কাছে জল হয়ে গেলেন ।

অথচ আপনার ঠিকানা ছিল তের বাই দশের একটা রুম ।
ইজেলের সামনে  আপনি দাঁড়ান একটা কৌণিক দুরত্বে ।


জিন্নুরাইন কোডের সাথে দাঁড়ান হেলানো পিলার হয়ে ,
ছাই ছাই শার্টের পকেটে থাকে ছেড়া তমসুক , তামাক পাতা আর বিকেলের বিষাদ অথচ আপনার মুখে তখনো ঝুলে থাকে হারানো মসনদের ছায়া --