আমি একটা বেশুমার গানের অপেক্ষায় থাকি -
তুমি রিদম্যাটিক আনমনে চলা নীরব পাখি -
রমনীর আড়াল থেকে দেখা অরণ্য বালক , এবং বনচারী কালো চক্ষুর বিষন্ন অস্থির হরিণ -
একটা তেজস্বী ঘোড়ায় ওঠো ,মেরাজ দর্শন করো এবং উর্বশী দেখো ,
তোমার চক্ষুতে লেগে থাকে পৃথিবীর রমণীর বুকের জংলা বিষাদ ।
আমি সাততলা ভাংতে ভাংতে নামি , ঊড়ন্ত কুইবেক পাখির ডানায় জড়িয়ে নেই হৃদয় , তাৎক্ষণিক লাশ হয়ে ঘুর পথে দেখে আসি স্বর্গ নরক এবং পৃথিবীর আদিবাসী দেবতা সকল -
একটা সবুজ পাখি ড্রেস পড়ে নেই পা থেকে মাথা পর্যন্ত ,ভেদ করি সকল আত্মা , প্রেতাত্মা -
তুমি বলো ওগো আমার বনোপ্রিয়া ইপ্সিত বনোহরিণ ,তোমার কালো জলে একটা গোল্ডফিশ হবো , সাঁতার কাটতে দাও ,হাহ - আমি তো একযুগের তৃষিত জমিন --