১।


পালটে ফেলো পথ দিঘী নালা আর সীমাবদ্ধ পরিসর
এবার আমি দুর্গগুলোর সীমানা ভেংগে দেবো
এঁকে দেবো লাল দালানের বুকে একটা হৃদয়
অথচ পৃথিবী হৃদয় নিয়ে বেঁচে থাকে
আমি অখন্ড এক হৃদয়
হৃদয় দেখেনা সীমানা
দেখেনা  প্রাচীর !!


২।


এই রাত, রাত নয়
টেনে নেয় মঞ্জিলের দিকে -
সে কতদুর ?
বিক্ষিপ্ত উড়ে যাওয়া পাখিও কি চেনে ঠিকানা ?
ইথাকা ভেসে যাক -
নার্সিসাস ডোবা থেকে মুখ তোল --
অরণ্য থেকে হারালো মায়া হরিণ --
নেমে আসো - নেমে আসো জল ডাকে -
আহা তোমরা বন্ধ করো হলাহল -
আমি ডুবে আছি ,ডুবে যাই
মঞ্জিল আর নেই -
শুধুই ইথাকা শুধুই ফসফরাস -