৮/০৭/১৫
এখানে বৃষ্টি নেই অনুপমা ।পম্পেইর শেষ দিন আজ । আসন্ন ধ্বংসস্তুপে পড়ে থাকে নীল মাছি । ঘন হয়ে আছে বাতাস ,এলানো চুলে  উড়ে আসে হেলেন ।। বিষন্ন বাতাসে দামামা বাজিয়ে  সদ্য চলে আসা সেন্ট অগাস্টাস । আমার বুকে জেগে আছে হেলানো পিলারের বুকে ভেজা জল।
চুপ করে চলে আসো অনুপমা । একাকী দিনগুলো আজ ফের এলিয়ে পড়ে বাতাসের বুকে ।
আমার  হারানো দিনে তুমি  অর্গান । ফিরে ফিরে আমি সুরের সাথে  হেলেনার মন্দির হই । আমার ভাল লাগা নাই । ফুৎকারে উড়ে গেছে এক জনম ।