শিরায় ঢুকে গেছে ঘুমের ওষুধ , সরাইখানা থেকে ছুটে গেছে সব ঘুম ,চন্দ্রাহত রাতে আমি বর্ষাতি ছুঁড়ে দেই চাঁদের দিকে , আহত সিংহীর প্রলাপে নিস্তব্ধ দরিয়া পার হয় মাঝি , রাত গুলোতে জিউস নেমে আসে --
আন্ধারে পায়ে পায়ে হাঁটি জিউসের সাথে , ধোয়া ধোয়া জোছনা শুকুতে দিয়েছিলাম উঠোনে , ঘ্রাণ নাও হে জিউস প্রিয়ংবদার চুলের সাথে নুপুরের -
উত্তাল বাতাসে পাখিদের সাথে তুমি কেন উড়ে যাও ? ছুঁড়ে দাও শর জাগতিক হৃদয়ে , তবু এখনো শকুন্তলা জেগে থাকে -
জেগে আছি আমি আশ্রম পাদপ -
পাখি হবার কালে কেন পালক ফেলেছিলে ?